মালদ্বীপে মা থেকে শিশুতে সংক্রমণ প্রতিরোধে যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দেশটিকে এইচআইভি, সিফিলিস এবং হেপাটাইটিস বি—এই তিনটি রোগের মা থেকে শিশুতে সংক্রমণ নির্মূলের স্বীকৃতি দিয়েছে।
এর ফলে মালদ্বীপ বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘ট্রিপল এলিমিনেশন’ অর্জন করেছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) ডব্লিউএইচও এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালদ্বীপকে এ স্বীকৃতি প্রদান করে। এটি স্বাস্থ্য ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
https://medivoicebd.com/article/33534/মা-থেকে-শিশুতে-এইচআইভি-সিফিলিস-ও-হেপাটাইটিস-বি-নির্মূলে-বিশ্বে-প্রথম-মালদ্বীপ